February 11, 2025, 5:50 am
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শাহিনুর আলম রচিত ‘বেড নম্বর ৭৭’ গল্পগরন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জবি সাহিত্য সংসদের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বইটি প্রকাশ করেছে বইসই প্রকাশনী। ‘বেড নম্বর ৭৭’ তার রচিত প্রথম গল্পগ্রন্থ। মো. শাহিনুর আলমের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামে। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। বইটি সম্পর্কে লেখক জানান, আমাদের চারপাশে প্রতি মুহূর্তে কোনো না কোনো গল্প তৈরি হতে থাকে। এসব গল্পের সবটা আমাদের চোখে পড়ে না। সবাই খেয়ালও করে না।
আর খেয়াল করলেও অনেকেই তা সাধারণ ভেবে এড়িয়ে যান। তবে সেখানে এমন কিছু মানুষ থাকেন যারা এই সাধারণ ঘটনাকে অসাধারণ ভাবতে পারেন। সাজিয়ে গুছিয়ে চমৎকারভাবে গল্প আকারে উপস্থাপন করতে পারেন। আমিও তেমনই কিছু গল্প উপস্থাপনের চেষ্টা করেছি এই বইয়ে। এখানে মোট ১৮ টি গল্প আছে। আশা করি পাঠকের ভালো লাগবে। বইটির নামকরণের বিষয়ে তিনি জানান, বইটিতে যে ১৮ টা গল্প আছে তার মধ্যে একটি গল্পের নাম অনুসারেই বইটির নামকরণ করা হয়েছে। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৭৭ নম্বর বেডকে ঘিরেই এর কাহিনী গড়ে উঠেছে। বইটির মোড়ক উন্মোচন করে উপাচার্য বলেন, ‘বই লেখা সত্যিই কঠিন একটা কাজ। সে এই বয়সে একটা বই লিখেছে এটা সত্যিই অসাধারণ। আমি তাকে শুভ কামনা জানাচ্ছি।’
Comments are closed.