February 11, 2025, 6:32 am
জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে পাঁচ দিন ১০-১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী কুকুরের টিকা প্রদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ এই কর্মসূচি পরিচালনা করছে শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা বিভিন্ন উপজেলার পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি পরিচালনা করছে। শনিবার সকালে ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কুকুরের জলতাঙ্ক ও প্রতিষেধক টিকাদান প্রদান করতে দেখা যায়। ধুলিহর ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও জলতাঙ্ক টিকা নির্মূলের সুপারভাইজার মোশারফ হোসেন জানান জলাতঙ্ক রোগ নির্মূলের জন্য প্রতিটি এলাকার কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে (ভ্যাকসিনেশন করে) কুকুরকে নিরাপদ করে রাখা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৬ সদস্যের ২ করে টিম কাজ করে যাচ্ছে জলাতঙ্ক রোগ নির্মূলে। বিশেষ কায়দায় কুকুরকে জালে আটকানোর পর প্রানী সম্পদ বিভাগের চিকিৎসক ইনজেকশন প্রদান করছে। কুকুরের গায়ে ইনজেকশন এর পর চিহ্নিত করার জন্য কুরের গায়ে লাল রঙ দেয়া হচ্ছে। টিকা প্রদানের পর জলাতঙ্ক রোগ সংক্রান্ত সচেতন মূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
Comments are closed.