February 11, 2025, 12:26 pm
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার স্টেশন অফিসার মো. শিমুল রানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, উত্তরনের প্রতিনিধি এড. মনির উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এনডিসি বাপ্পী দত্ত রনি, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, উপ সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বাবুল রেজা, রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ। উল্লেখ্য, কালেক্টরেট চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
Comments are closed.