February 14, 2025, 5:27 am
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, আ.ম আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, মো. লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলামসহ সাজেক্রীসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, আম্পায়ারবৃন্দ, জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহনকারী কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার খেলোয়াড় কর্মকর্তা, কোচ।
Comments are closed.