September 7, 2024, 12:12 pm
শ্যামনগরের নকশীকাঁথা মহিলা উন্নয়ন সংগঠন টি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসাবে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রলায়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন গুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ও অনুদানের চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। নকশীকাঁথা তথা সমগ্র সাতক্ষীরা জেলার নারী সমাজের পক্ষে এ অনুদানের চেক গ্রহণ করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
উল্লেখ্য, নকশীকাঁথা জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত হওয়ায় শ্যামনগরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী বলেন, আমি এই সম্মাননা টি শ্যামনগরের সকল সংগ্রামী নারীদেরকে উৎসর্গ করলাম। একই সাথে এই অনুদানের টাকাটি উপকূলীয় এলাকার নারীদের দ্বারা নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প গ্রহণ করা হবে।
Comments are closed.