September 7, 2024, 10:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
জেলা আ’লীগের আয়োজনে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা আ’লীগের আয়োজনে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও কেককাটা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা আ.লীগের আয়োজনে জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালির পূর্বে বাংলাদেশ আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ উপলক্ষে কেক কাটা হয়। র‌্যালিটি শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, জেলা যুবলীগ নেতা এড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুজ্জামান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টুসহ আ.লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com