November 11, 2024, 4:01 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদে’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্বরণসভা

জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদে’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্বরণসভা

মাসুদ আলী: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, নিবাহী সদস্য এসএম শওকত হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউল হক দোলন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. স ম গোলাম মোস্তফা, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. আব্দুল্লাহ সরদার, কমান্ডার জামশেদ আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস প্রমুখ। স্মরণ সভায় জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com