জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তাদের সাথে ডিআরআরএ’র অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস। ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রির্সাচ এসোসিয়েশন ডিআরআরএ’র জেলা ম্যানেজার মো. আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার আবু মুছা, ডিআরআরএ ডেপুটি ম্যানেজার আনজির হোসেন, অফিসার দেবাশীষ ঘোষ প্রমুখ।এসময় বক্তরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় প্রতিবন্ধিদের এগিয়ে নিতে ব্যাপক কাজ করা হচ্ছে। সরকারের পাশিপাশি বেসরকারি সংস্থাগুলোকে কাজ করে প্রতিবন্ধীদের জীবনমান এগিয়ে নিতে হবে। যেসকল প্রতিবন্ধী প্রাইমারি স্কুলে যায়নি সে সকল ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করতে হবে। তাহলে দেশ আরও এগিয়ে যাবে।