February 14, 2025, 5:06 am
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে সঞ্জয় কুমার সরকার (ব্যাগ) প্রতিকে ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. ইকবাল হোসেন (বল) প্রতিকে পেয়েছে ১২ ভোট। অপর প্রার্থী আব্দুল্লাহ ছিদ্দিকী (মাইক্রোফোন) পেয়েছেন ২ ভোট। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় অলিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জিএম সিরাজুল ইসলাম (রেডিও নলতা), ও ইমরান জামিল (রেডি ভূমি) ঢাকা।
Comments are closed.