September 7, 2024, 11:22 am
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবকে পুলিশি হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা জজকোট থেকে বের হয়ে খুলনা রোড গিয়ে শেষ হয়। পরে সংগ্রাম হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলাম বাপ্পির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দফতর সম্পাদক পলাশ ও তপু , পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রায়হান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সাগর, সদস্য রিপন হোসেন প্রমুখ।
Comments are closed.