September 10, 2024, 10:21 am
স্বাপন দাসঃজেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গি মোড়স্থ নিজ বাসা থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে সদর থানা হেফাজাতে রাখা হয়। শেখ নুরুল হুদার স্ত্রী পপি বেগম জানান, সদর থানার এসআই নাসির উদ্দীন তার স্বামীকে আটক করে নিয়ে গেছে। এসআই নাসির উদ্দীন জানান, আটককৃত শেখ নুরুল হুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি মোস্তাফিজুর রহমান শেখ নুরুল হুদার আটকের বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃত শেখ নুরুল হুদার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
Comments are closed.