February 11, 2025, 5:34 am
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভাপতি উমাপদ মজুমদার সাধারন সম্পাদক হাসানুজ্জামান (শিপন) নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকালে ওয়ারিয়া ঘোষপাড়া পূজামন্ডবের সামনে ওয়ার্ড় কমিটি গঠন হয়। উমাপদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিষেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিস্বাস, সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্রনাথ ষোষ ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি মাষ্টার তারকনাথ পাল , সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাসান মাহামুদ রানা।
Comments are closed.