January 18, 2025, 6:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা মুম্বাইয়ের

টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা মুম্বাইয়ের

একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা তৈরি হয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের। ইতিমধ্যে মুম্বই জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে মুম্বাইতে। নগরীর বিভিন্ন রেল লাইন ও পথে ঘাটে পানি জমে গিয়েছে। ফলে রেল্পরিষেবার পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, পালঘর এবং রায়গড়েও চলছে ভারী বৃষ্টি। সেখানেই রাস্তায় রাস্তায় পানি দাঁড়িয়ে গিয়েছে।কোথায় হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমে গিয়েছে রাস্তার মধ্যে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্রে ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার থানেতে একটানা বৃষ্টিপাতের ফলে বোল্ডার গড়িয়ে এসে একটি বাড়ি গুঁড়িয়ে দেয়। ওই ঘটনায় প্রাণ হারান একই পরিবারের পাঁচ জন। ওই পরিবারের স্বামী স্ত্রী সহ তাদের তিন সন্তান জীবন্ত চাপা পড়ে। পাশাপাশি গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের কারণে মুম্বইয়ের একাধিক এলাকায় সাত জনের মতো মানুষের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যাদের এখনও খোজ মেলেনি।

একনাগাড়ে বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ের একাধিল ট্রেন লাইনে পানি জমে গিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। এদিকে আবহাওয়া সুত্রে খবর, গত শুক্রবার মাত্র সাড়ে চার ঘন্টায় মুম্বইতে ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গত ১০ বছরের জুলাই মাসের নিরিখে রেকর্ড।

এদিকে আগামী ২৪ ঘন্টায় মহারাষ্ট্র রাজ্যের মুম্বই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com