December 11, 2023, 10:44 pm
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ এই ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। তবে বিশ্বের অনেক দেশে যখন ভ্যাকসিনের ঘাটতি চলছে তখন অতিরিক্ত তৃতীয় ডোজ প্রয়োগের আদৌ দরকার আছে কি-না সে সম্পর্কে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনটির তৃতীয় ডোজ শরীরে অ্যান্টিবডি এবং টি-সেলের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া প্রথম এবং দ্বিতীয় ডোজের ব্যবধান ৪৫ সপ্তাহ অর্থাৎ ৩১৫ দিন পর্যন্ত হতে পারে এবং এটি শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Comments are closed.