September 9, 2024, 11:32 am
রবিবার (২৭ জুন) বেলা ১১টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী অংশ নেন।
গাবুরার বাসিন্দা শেখ আবু হাসানের সঞ্চালনায় ও খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক-সহ প্রমুখ।
বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।
তাবা বলেন, দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
Comments are closed.