December 11, 2023, 10:00 pm
মাসুদ রানা পলক: ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তম রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, গত ১৩ জুলাই দুপুরে ওই ছাত্রী ছাগল দেখতে বাড়ির পাশে শিমুলতলি বাজার এলাকায় যায়। ওই বাজারে ওৎ পেতে থাকা রওশন রায় মেয়েটির পথরোধ করে। তিনি বলেন, পরে আলমগীর হোসেন, উত্তম রায় ও অনাথ রায়সহ রওশন রায় মেয়েটিকে জোরপূর্বক পরিত্যক্ত একটি দোকানের ভেতর নিয়ে যায় এবং চারজন মিলে ধর্ষণ করে। এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। ওসি চিত্তরঞ্জন রায় জানান, মাধবপুর শিমুলবাড়ি এলাকার বাসিন্দা ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো- মাধবপুর কোনপাড়া গ্রামের প্রয়াত লেবু রায়ের ছেলে রওশন রায় (৩৬), মাধবপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে আলমগীর হোসেন (২৫), বল্লাল রায়ের ছেলে উত্তম রায় (২২) ও শনিরাম রায়ের ছেলে অনাথ রায় (৩৬)।
Comments are closed.