October 12, 2024, 3:20 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ডিএসসিসির ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনের জন্য ইসিকে চিঠি

ডিএসসিসির ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনের জন্য ইসিকে চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচনক কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ২৪ অক্টোবর নির্বাচন কমিশনের সিনিয়ন সচিব বরাবরে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক উপনির্বাচন আয়োজনের কথা বলেন।
ডিএসসিরি একাধিক বোর্ড সভায় অনুপস্থিতির কারণে ওই ওয়ার্ড কাউন্সিলর হাজী মোমিনুল হক সাঈদকে বরখাস্ত করার পর তার পদটি শূন্য ঘোষণা করা হয়।
জানা গেছে, ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ করপোরেশনে অনুষ্ঠিত ১৯টি সভার মধ্যে মাত্র ছয়টি বোর্ড সভায় উপস্থিত ছিলেন। তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম থেকে দশম, ১২তম থেকে ১৭তম পর্যন্ত মোট ১৩টি সভায় উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বহুবার বিদেশ ভ্রমণ করেছেন। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৫ জুন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এরপর ১ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কর্মদিবসের মধ্যে এ জবাব দিতে বলা হয়।
মন্ত্রণালয়ের নোটিশের জবাবে কাউন্সিলর সাঈদ জানান, একনাগাড়ে অনুপস্থিত থাকার বিষয়টি সঠিক নয়। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত।  অসুস্থতাজনিত কারণে যে কয়টি সভায় অনুপস্থিত ছিলেন, সেগুলো নিতান্তই অনিচ্ছাকৃত।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে ডিএসসিসির তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্ত করেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) এম ইদ্রিস সিদ্দিকী। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাকে বরখাস্তের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন তিনি। এর পর গত ১৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে অপসারণ অপসারণ করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com