তামাকের বিজ্ঞাপন ও বিক্রি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সিগারেটের খুচরা বিক্রি বন্ধ করা হবে বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন। বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস) ও ঢাকা আহ্ছানিয়া মিশন এর যৌথ উদ্যোগে শনিবার, বেলা ১১টায় বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস), (সেঞ্চুরী আর্কেড, ৪র্থ তলা, ১২০, আউট সার্কুলার রোড, মগবাজার) কার্যালয়ের সম্মেলন কক্ষে তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার- প্রচারণা বন্ধে ‘বিগ টোব্যাকো টাইনি টার্গেট বাংলাদেশ’ প্রতিবেদন উপস্থাপন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার। তিনি বলেন, স্কুল ও খেলার মাঠে ১০০ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রি বন্ধে উদ্যোগ গ্রহণ করবে এবং সরকারের ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ দোকান মালিক সমিতি পদক্ষেপ গ্রহণ করবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মো: জহিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ঢাকা মহানগর ও ঢাকার বাইরের বিভিন্ন মাকের্টের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার- প্রচারণা বন্ধে ‘বিগ টোব্যাকো টাইনি টার্গেট বাংলাদেশ’ প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো: মোখলেছুর রহমান।