February 14, 2025, 4:13 am
আদালতে মামলা চলমান শেষ আদেশ উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ। বিজ্ঞ আদালতে এমন আদেশ অমান্য করে মো. মিজানুর রহমান মোড়ল জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। মো. মিজানুর রহমান উপজেলার আলাদিপুর গ্রামের এরফান মোড়লের ছেলে। মঙ্গলবার তালা সদরের আলাদিপুর গ্রামে এমন চিত্র দেখা গেছে। উক্ত জমি নিয়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরায় একটি দেওয়ানি আপিল -১২/২৩ (তালা) নং এর একটি মামলা চলমান রয়েছে। চলমান মামলায় ১৬ ইং ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আগামী ৬ ই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত উভয় পক্ষের প্রতি বিরোধী জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নিমিত্তে এক আদেশে হইয়াছে। বিজ্ঞ আদালত ব্যাস্ত থাকায় উক্ত আদেশের অনুলিপি পক্ষদ্বয়ের মধ্যে বিলি করা সম্ভবত না হলেও আপিল কারী বরাবর এক ইনফরমেশন স্লিপ প্রদান করেন।
উক্ত ইনফরমেশন স্লিপ নিয়ে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার দরবারে ঘুরছে জবর দখল থেকে রক্ষা করতে জমির প্রকৃতি মালিক আপিল কারী আলাদিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে মো. আবুবকর সিদ্দিক সরদার। এই ইনফরমেশন স্লিপ এর কোন মুল্য নেই জবর দখলকারী মিজানুর রহমান এর কাছে। সূত্র মতে জানা গেছে ২০ শে ফেব্রুয়ারি হঠাৎ করে মিজানুর রহমান দিং বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে আইনি ভাবে জবর দখলের উদ্দেশ্যে বিরোধী জমিতে থাকা বাঁশ,তালগাছ কাটতে শুরু করলে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক বাধা দিলে খুন জখমের জন্য উদ্বুদ্ধ হইলে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে পার্শ্ববতী জাতপুর পুলিশ ফাঁড়িতে ইনফরমেশন স্লিপ নিয়ে দেখানোর পরও জমি জবর দখল ঠেকানো সম্ভব হয়নি। কেউ এই ইনফরমেশন স্লিপ মুল্যয়ন করেন নি। বাধ্য হয়ে ভুক্তভোগী ২১ শে ফেব্রুয়ারি তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Comments are closed.