February 11, 2025, 4:36 am
তালায় উপজেলা আ.লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালা উপ-শহরে একটি ঝটিকা মিছিল শেষে সদর ডাকবাংলো চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সি.যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কালাম শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, পিএম গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান, ইসলামকার্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, অধ্যাপক গফফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ইয়াছিন সরদার মেম্বর, কৃষকলীগ নেতা প্রভাষক এসআর আওয়াল সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাদী, সাবেক শ্রমিকলীগ সভাপতি সূর্য কান্তি পাল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Comments are closed.