February 14, 2025, 5:01 am
‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা শুভ্রাংশু হালদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজ্ঞয় বিশ্বাস প্রমুখ। এ সময় তালা উপজেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় প্রর্দশনির জন্য বিভিন্ন জাতের ইক্ষু চাষের সাথে পেঁয়াজ চাষ, ধানের সাথে সরিষা এবং ছোলা র প্রদর্শনী স্টল শোভা পাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।
Comments are closed.