February 11, 2025, 12:52 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
তালায় দুধে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ী আটক, কারাদন্ড প্রদান

তালায় দুধে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ী আটক, কারাদন্ড প্রদান

তালায় দুধে ভেজাল বিরোধী অভিযানে ৩৬ কেজি গ্লুকোজ, ১০ কেজি সয়াবিন তৈল, ৪৭০ কেজি ভেজাল দুধ সহ ব্যবসায়ী উজ্জল ঘোষকে আটক করেছেন নিরাপদ খাদ্য ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কতৃপক্ষ সাতক্ষীরা। পরে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত উজ্জল ঘোষ তালার মহান্দী গ্রামের বসুদেব ঘোষের পুত্র। জানাযায়, সোমবার দুপুর আনুমানিক ১টা দিকে জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার মহান্দী এলাকায় ভেজাল দুধ বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দুধ ব্যবসায়ী উজ্জ্বল কুমার ঘোষ এর দুধ প্রক্রিয়াকরণ স্থানে অভিযান পরিচালনা করে ভেজাল সন্দেহে প্রায় ৪৭০ কেজি দুধ আটক করেন। পরবর্তী তার বাসায় অভিযান চালিয়ে দুধ বানানোর কাজে ব্যবহার ৩৬ কেজি গ্লুকোজ,ক্রিম বানানোর কাজে ব্যবহার ১০ লিটার তেল ও বেলেন্ডার জব্দ করে অধিক নিশ্চয়তা লক্ষ্যে জব্দকৃত দুধ ল্যাব পরীক্ষা করেও গ্লকোজের উপস্থিত নিশ্চিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল কুদ্দুস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান,তালা উপজেলার স্যানিটারী ইনসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরিফ মো. আব্দুল মতিন প্রমুখ। এসময় উজ্জ্বল কুমার ঘোষ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ বানিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। তিনি আরো বলেন এলাকার অনেক ব্যবসায়ী এই ধরনের কাজে জড়িত। পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুস কে দুধে ভেজালে বিষয় অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন এবং ভেজাল দুধ ধ্বংস করার নির্দেশ দেন। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, অভিযান করেও ভেজাল দুধ তৈরী বন্ধ করা যাচ্ছে না। জনসচেতনতা বৃদ্ধি ও জনপ্রতিনিধিদের এটি বন্ধে এগিয়ে আসতে হবে। আমরা অভিযান করছি শাস্তির আওতায় নিয়ে আসছি। অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com