February 11, 2025, 12:49 pm
তালার মাগুরা বাজার এলাকা থেকে এক নবজাতক (৫ মাসের ভ্রুণ) লাশ উদ্ধারসহ দুই জনকে প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের (৫ মাসের ভ্রুণ) লাশ দেখে থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় তালা মাগুরা গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী ঝরনা খাতুন (৩৬) ও একই গ্রামের মতলেব সরদারের ছেলে মো. আল আমিন (২৮) কে জিঙ্গাসাবাদের জন্য আটক করে নিয়ে আসেন পুলিশ। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Comments are closed.