February 11, 2025, 5:52 am
তালা সদরের পশুহাট সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা পশুহাট বাস্তবায়ন কমিটির আয়োজনে তালা নিচু বাজার পশুহাট চত্বরে মতবিনিময় সভায় বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন পশু হাট বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক মীর জকির হোসেন। তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম,তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা উপজেলা আ.লীগের সহ-সভাপতি পিএম গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, তালা শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম রবি, তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল হামিদ রানা, কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ প্রমুখ। সভায় উপস্থিত সকলে তালা বাজারের পশুহাট পূর্ণজীবিত করতে সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও পশুহাটে আগত ব্যবসায়ীদের কঠোর নিরাপত্তা প্রদান আশ্বাস প্রদান করেন।
Comments are closed.