February 11, 2025, 12:39 pm
তালায় বোরো রোপনে সবুজের আল্পনা, মাঠজুড়ে সবুজের সমারোহ লক্ষমাত্রা ছাড়াবে এবছর ধানচাষে, অন্য বছরের তুলনায় এবার মাঠজুড়ে ধানচাষ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দ্রব্য মূল্যের উদ্ধগতির সার বীজের লাগামহীন দাম বৃদ্ধি থাকায় কৃষকরা সংকিত।এছাড়া গত বছরের বিভিন্ন রোগ বালাই এর আক্রমণে লোকসানের ক্ষতি কাটিয়ে উঠতে ধানের জমিতে বাড়তি কৌশলে ব্যস্ত হয়ে পড়ছেন যা উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে এ চিত্র দেখা যায়।তালা উপজেলায় এ বছর ১৯ হাজার ৫শত ৪০ হেক্টর জমি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ।মাঘের শুরু থেকেই বোরো আবাদের কাজে মাঠে নেমে ফাগুনে ব্যাপক ব্যাস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এছাড়া তাদের বিগত দিনের ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে কুয়াশাচ্ছন্ন শীতের সকালেই মাঠজুড়ে কৃষকরা বোরোর জন্য নির্ধারিত জমি ছাড়াও অনাবাদি হিসেবে পরিচিত আউশ ও আমন চাষের জমিতেও বোরোর ধান রোপণ করছেন। মাঠে মাঠে এখন বোরো ধানের সমরোহ , কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কৃষক,এখন মুলত আগাছা পরিষ্কার করতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েক জন কৃষক বলেন, দীর্ঘদিন ধানের ন্যায্যমূল্য না পাওয়ার পর এবার আমনের দাম অনেকটা ভালোই পেয়েছি। সেই আশায় উৎসাহ-উদ্দীপনায় ফের বোরো আবাদ বৃহত্তর পরিসরে শুরু করেছি। উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে মাঠে মাঠে চলছে ধানের জমি পরিচর্যার কাজ। কার ধান কেমন ভালো হয় তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা।কৃষকরা মনে করেন এখন ফসলের ফলন বৃদ্ধির পূর্ব প্রস্তুতির মুখ্কম সময়। চাষাবাদে তাই বাড়তি যত্ন নেওয়া ও সতর্ক থাকা জরুরি।
বিভিন্ন রোগ বালাই এর কবল থেকে বোরো ধানের অবাদ রক্ষায় কৃষকদের জন্য পরামর্শ দিয়েছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে তারা জানান। এলাকায় একাধিক কৃষকদের কাছ থেকে জানা গেছে এবার অন্য বছরের তুলনায় তাদের ফসলের অবস্থা অনেকটা ভালো মনে হয় এবছর খুব ভালো ধান ঘরে তুলতে পারবো। তালা সদরের ভায়ড়া গ্রামের সফল চাষী মো. রহমত আলী গোলদার, আগোলঝাড়া গ্রামের শাহাবুদ্দিন শেখ,আটারোই গ্রামের মো. রিজাউল ইসলাম,ডাংগানলতা গ্রামের আবুল গফফার হাওলাদার, তাছাড়া মির্জাপুর গ্রামের নজরুল ইসলাম, ইসলামকাটী গ্রামের শহিদুল ইসলাম খাঁ, মুড়াগাছা গ্রামের মোহাম্মদ আলী সরদার বলেন এবার সহয় সম্বল বিক্রি করে দিয়ে বোর ধানের আবাদ করেছি এখন পর্যন্ত আমাদের ধানের অবস্থা অনেকটা ভালো চলতি বছরের আবহাওয়া ভালো থাকলে গত বছরের ক্ষতি পুসিয়ে যাবে এবং আমাদের সোনার ফসল বাড়িতে আনতে পারবো। আমাদের পারিবারিক চাহিদার মিটিয়ে বাড়তি ধান বিক্রি করতে পারবো। তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বোরো আবাদ হয় উপজেলা সদরে এ বছর ১৯ হাজার ৫শত ৪০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছে কৃষকরা। জানা গেছে বীজতলা থেকে শুরু করে ধানখেতে বোরো আবাদ ভাল হয়েছে। এখনো পর্যন্ত বড় ধরণের কোনো সমস্যা দেখা দেয়নি। কৃষকদের মাঝে সার বীজ সরকারি ভাবে ফ্রি প্রদান করা হয়েছে, ধানচাষের উপর কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছেন। এবছর লক্ষ্যমাত্রা যা ধরা হয়েছে তা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী উপজেলা কৃষি কর্মকর্তা। অগনিত প্রদর্শনী প্লট রয়েছে উপজেলায়।
Comments are closed.