December 11, 2023, 12:34 pm

তালায় অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের ৫দফা দাবিতে স্মারকলিপি

তালায় অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের ৫দফা দাবিতে স্মারকলিপি

এস এম হাসান আলি বাচ্চু তালা প্রতিনিধি: তালায় রবিবার সকালে অধিগ্রহণকৃত প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষক গ্রেডেশনের তালিকা হালনাগাদসহ ৫দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
সকালে তালা উপজেলা চত্ত্বরে শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তিতুর সভাপতিত্বে অধিগ্রহণকৃত প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শতাধিক শিক্ষক তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে সমাবেত হয়। এ সময় শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন, শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তিতু, শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, বিশাল কান্তি দাশ, আব্দুর রাজ্জাক, শেখ সাজ্জাদ, পাড় শহিদুল ইসলাম, ফেরদৌসি পারভীন, সাবিনা ইয়াসমিন, সমিরন সরকার, সম্ভু সরকার, রেজাউল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল হাকিম, আব্দুস সাত্তার প্রমুখ।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited