September 7, 2024, 11:04 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

তালায় কপোতাক্ষ নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকালে পবিত্র ঈদুল আজহা উৎযাপন উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের ও এলাকার গ্রামবাসীর আয়োজনে মহাকবি মাাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা হাজার হাজার নারী পুরুষ শিশু-কিশোর, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। তালায় ব্যতিক্রমী উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন স্থানীয় সহ পার্শ্ববর্তী উপজেলার মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদ আনন্দ পালন করেন।

তালা কপোতাক্ষ নদে মেলাবাজার থেকে নৌকা ছেড়ে তালা ব্রীজ পর্যন্ত পৌঁছায় এখানে কয়েক রাউন্ড বাইচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা পূর্ণ খেলায়এতে প্রথম স্থান অধিকার করেন রিয়া দলের নৌকা ,ও দ্বিতীয় স্থান অধিকার করেন কলাপোতক্ষ দলের নৌকা। তালা কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা উপজেলার আলাদীপুর গ্রামের মো. ইউনুছ আলী মোড়ল জানান অনেক বছর পর এই ঈদে অনেক আনন্দ উপভোগ করলাম খুব ভালো লাগছে। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ সব পুরুষরাই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা থানা অফিসার ইনচার্জ আবু জিয়াদ ফকরুল আলম খান, এসআই ঈমন হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com