December 11, 2023, 1:01 pm
করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরা তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার, (২৬ জুন) সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
শনিবার দুপুর ৩টা পর্যন্ত ৪ মামলা ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এদিকে শনিবার উপজেলা ৪১ জন জন নতুন করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা শনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে শনিবার ৫৭ জন নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৪১ জনের এবং গত ২৬ দিনে ৩৯৫ জন জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ২৫৬ জনের।
Comments are closed.