September 10, 2024, 12:08 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ’র স্মরণসভা

তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ’র স্মরণসভা

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলা ডাকবাংলা চত্তরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ স্মরণসভার আয়োজন করে তালা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন। স্মরণসভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা সহ-সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল মালেক,সহ-সভাপতি এড. জিল্লুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সহ- সভাপতি মো. জামাল উদ্দীন মোড়ল, সহ-সভাপতি কাজী আবুল কাশমে, সহ- সভাপতি আজজিুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, উপজেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন, জাপা সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুর রহমান, অতি: সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ হাসান মনি, অতি: সাংগঠনিক সম্পাদক ডা. মো. আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক এড. কবির আহমেদসহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যু বার্ষিকী উপলক্ষে তালা কর্মসূচির মধ্য ছিল সকালের পবিত্র কোরআন খানি, আলোচনা সভা, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. তাওহীদুর রহমান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com