September 10, 2024, 11:42 am
তালা প্রতিনিধি: রবিবার তালায় শহীদ মুক্তিযোদ্ধা কলেজের আয়োজনে সারাদিনব্যাপি লিফলেট বিতরণ ও রাতে ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. এনামুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদিনব্যাপি কর্মসূচীর আওতায় ডেঙ্গু প্রতিরোধে সকালে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিকাল হতে রাত পর্যন্ত তালা বাজারে সকল দোকানে দোকানে লিফলেট বিতরণ করা হয়। রাতে তালা ডাকবাংলা চত্তরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কল্পে ভিডিও প্রদর্শন করা হয়। লিফলেট বিতরণে অধ্যক্ষ এনামুল ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক লক্ষন চন্দ্র রায়, কলেজের ছাত্র জয়, তবিবুর, সুমন, রাকিব, সৌমিক, রাইসুল ইসলাম, মুক্তি, চিরঞ্জিব, রাহুল, বাদুলপ্রমুখ। লিফলেট বিতরণকালে আকস্মিক সকলে তালা সদর প্রেসক্লাবে সচেতনতা কল্পে লিফলেট বিতরণ করেন। এ সময় সদর প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল জব্বার, সেক্রেটারী মো. আকবর হোসেন।
Comments are closed.