October 9, 2024, 3:45 am
তালায় এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগে প্রদীপ মন্ডলকে (৩৬) আটক করেছে পুলিশ। রবিবার (২০জুন) সকালে শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রদীপ মন্ডল খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে সন্তোষ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানাযায়, শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী এক গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে । এ সময় গৃহবধুর চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে প্রদীপ পালিয়ে যায়।
গৃহবধুর স্বামী প্রভাষ জানায়, ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না, পরে বাড়ীতে এসে প্রদীপ মন্ডলের বাবাকে ঘটনা জানালে, আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ীতে হামলা করে। এসময় আমাকেসহ আমার স্ত্রীকে বেদম মারপীট করে এবং হত্যার হুমকী দেয়। তালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রীতিষ জানান,অভিযোগের সত্যতা পাওয়ায় প্রদীপ মন্ডলকে আটক করা হয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, শ্লীলতাহানীর মামলায় আসামীকে জেল-হাজতে প্রেরণ করা হচ্ছে।
Comments are closed.