February 11, 2025, 12:28 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দক্ষিণ কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

দক্ষিণ কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

Exif_JPEG_420

কৈখালীতে প্রবীণ শিক্ষক মল্লিক শহিদুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ১৪০নং দক্ষিণ কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মল্লিক শহিদুল ইসলামের বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজনকরা হয়। এ উপলক্ষে ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোছা. শেফালী পারভীন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী ও অনান্য শিক্ষকসহ ১৮নং পশ্চিম কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান ও ডা. রুহুল কাইয়ুম, মাহফুজ আলম, সাংবাদিক মো. আলফাত হোসেন প্রমুখ। বিদায়ী শিক্ষিক মল্লিক শহিদুল ইসলাম ১০০১/ ৮৯ সালে এই স্কুল থেকে তার কর্মজীবন শুরু করেন এবং ১৬/০৩/ ২০২০ এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন। কর্মময় জীবনে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার সম্মানে বিদ্যালয়টির সাবেক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতায় এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com