October 12, 2024, 4:19 pm
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সার্বিক ত্বত্তাবধানে দ্রুত এগিয়ে চলেছে জজ এবং ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যকার পথের নির্মাণ কাজ। মঙ্গলবার দেওয়া হবে ঢালাই। এর মধ্যদিয়ে বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারী সহ বিচারপ্রার্থী মানুষ এবং সাতক্ষীরার নাগরিক কমিটির দীর্ঘ দিনের দাবী পূরণ হতে চলল।
জানা যায়, ২০১৮ সালের ২৫ জানুয়ারী আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবণ উদ্বোধনের দিন আইনজীবীদের দাবীর প্রেক্ষীতে ঘোষণা দিয়েছিলেন, এক মাসের মধ্যে দুই আদালতের মধ্যকার প্রাচীর তুলে দিয়ে যাতায়াতের পথ উন্মুক্ত করা হবে। কিন্তু সেই ঘোষণার ৪১ মাস পর আমলাতান্ত্রিক নানান জটিলতা কাটিয়ে অবশেষে আজ ঢালাই দেওয়ার মধ্য দিয়ে উন্মুক্ত হচ্ছে বহু প্রতিক্ষীত সেই পথটি।
সাতক্ষীরার আইনজীবী ও নাগরিক সমাজের কঠোর আন্দোলনের পাশাপাশি পথটি দ্রুত উন্মুক্ত করতে যিনি অভিভাবকের ভূমিকা পালন করে চলেছেন তিনি হলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা এবং অব্যাহত যোগাযোগের ফলে একাধিক মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে অবশেষে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের প্রানের দাবীটি পূরণ হয়েছে।
মন্ত্রনালয়ের আদেশকে দ্রুত কার্যকরী করতে সংশ্লিষ্ঠ সকল বিভাগ তথা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে প্রাচীর ভাঙ্গা থেকে শুরু করে গাছ কাটা সহ সকল সময়ে নিজে উপস্থিত থেকে সবকিছু দেখভাল করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি সোমবারও নিজে উপস্থিত থেকে পরিদর্শণ করেছেন কাজের অগ্রগতি।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজ জানান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কষ্ঠের কথা বিবেচনা করে এবং আইনজীবীদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে পথটি যাতে দ্রুত যাতায়াতের উপযোগী হয় সে ব্যাপারে সার্বিক দায়িত্ব পালন করছেন জেলা জজ সাহেব। তিনি আরও বলেন, পথটি উন্মুক্ত হওয়ায় চলতি বর্ষা মৌসুমে সকলের যাতায়াতের যেমন সুবিধা হবে, তেমনি জীবনের ঝুকি কমবে এবং সময়ও বাঁচবে।
Comments are closed.