February 11, 2025, 4:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দুদকের মামলায় সাতক্ষীরা সদর হাসপাতালের স্টোর কিপার ফজলু কারাগারে

দুদকের মামলায় সাতক্ষীরা সদর হাসপাতালের স্টোর কিপার ফজলু কারাগারে

গোলাম ছালমণি সাতক্ষীরা প্রতিনিধিঃ দুদকের মামলায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোর কিপার এ.কে.এম ফজলুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা দায়রা জজ আদালতে আত্মসমার্পন করলে আদালত তাকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন। সাতক্ষীরা সদর হাসপাতালসহ সিভিল সার্জন অফিসের অধিনে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ কোটি ৬১ লাখ টাকার মালামাল সরবরাহে লুটপাটের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাতক্ষীরার তৎকালীন সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ ৯ জনকে আসামি করা হয়। এ মামলার অন্যান্য আসামীরা হলেন, সিভিল সার্জন অফিসের স্টোর কিপার একেএম ফজলুল হক, হিসাব রক্ষক মোঃ আনোয়ার হোসেন, মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোম্পনীর প্রোপাইটার মোঃ জাহের উদ্দিন সরকার, ফুলবাড়ী দিনাজপুরের মোঃ আব্দুর ছাত্তার সরকার, একই এলাকার মোঃ আসাদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিমিউ এন্ড টিসি এএইচএম রুহুল কুদ্দুস, ফুলবাড়ী দিনাজপুরের মোঃ আসাদুর রহমান এবং মাদারীপুরের কাজী আবু বকর সিদ্দীক। আসামীদের মধ্যে আসাদুর রহমান ও কাজী আবু বকর সিদ্দীক এখনো পালাতক রয়েছে। অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।
আজ বেলা ১১টার দিকে আসামী ফজলুর রহমান সাতক্ষীরা দায়রা জজ আদালতে আত্মসমার্পন করেন। তার পক্ষে জামিনের আবেদন করেন এড. আব্দুল মুজিদ। জামিনের বিরোধীতা করেন, দুদকের আইনজীবী এড. আসাদুজ্জামান দিলু। তাকে সহায়তা করেন এড. ফাহিমুল হক কিসলু, এড. মোস্তফা নুরুল আলম এড. মনির উদ্দিন প্রমুখ। বিজ্ঞ বিচারক শেখ মফিজুর রহমান উভয় পক্ষে বক্তব্য শোনার পর আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করেন। দূর্নীতি দমন কমিশনের পিপি এড. আসাদুজ্জামান দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামালার আসামী স্টোর কিপার এ.কে.এম ফজলুল হকের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকার পর আজ সিনিয়র স্পেশাল জজ আদালত জামিন নিতে গেলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com