December 11, 2023, 12:23 pm

দুস্থ পথচারীদের মাঝে খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা ইউনিটের ৬শ প্যাকেট খাদ্য বিতরণ

দুস্থ পথচারীদের মাঝে খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা ইউনিটের ৬শ প্যাকেট খাদ্য বিতরণ

আব্দুর রহমান: ‘আসুন লকডাউনে কর্মহীন নিরন্ন মানুষের পাশে দাঁড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির আয়োজনে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা ইউনিটের সভাপতি ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস.এম মনজুরুল আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ুন বাসিদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা। সাতক্ষীরাসহ সারা দেশে খাদ্য বিভাগ তথা বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে একবেলা রান্নাকরা খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। সেই কর্মসূচির আওতায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে, সাতক্ষীরা নিউ মার্কেট মোড় ও খুলনা রোড মোড়সহ বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া ৬শ মানুষের মাঝে মাস্ক, রান্না করা খাবার ও খাবার পানি বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, গোপাল চন্দ্র দাস, এ.এস.এম কামরুজ্জামান, খুলনা বিভাগের খাদ্য পরিদর্শক সমিতির সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, মো. আমিন উদ্দিন মোড়ল, মো. আবুল হাসান, দেব প্রসাদ দাস, এস.এম আমিনুর রহমান বুলবুল, মো. আবুল কালাম, মো. আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, স্বপন রায়, মো. আলমগীর হোসেন, মো. আবুল কালাম, মো. গাজী আব্দুল আজিজ, মো. আব্দুল খালেক, শাহীন সুলতানা, মুহসিনা খাতুন, শুকলা রানী দাস, শাহীনা খাতুন, মোছা. রুখসানা পারভীন, লুৎফুননাহার, মো. গোলাম মোস্তফা, মনিরা খাতুন, কাবিরা খাতুন, নাজমা পারভীন, মো. রোকন উদ্দিন, মো. ফিরোজ আহম্মাদ, সামছুন নাহার, মো. ইকবাল হোসেন, উজ্জল কুমার, সুমন হাওলাদার, জি.এম শাহাজান প্রমুখ। এসময় সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited