February 11, 2025, 4:32 am
দেবহাটায় অভিযান চালিয়ে গোলাম রসুল বাবু (৪২) নামের এক ইয়াবা ব্যবসায়ী ও আবু রায়হান (৩২) নামের ওয়ারেন্টভুক্ত আরেক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী গোলাম রসুল বাবু উপজেলার আজিজপুর গ্রামের লতিফ মোড়লের ছেলে এবং অপর ওয়ারেন্টভুক্ত আসামী আবু রায়হান আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের মৃত ছদরউদ্দীন গাজীর ছেলে। শুক্রবার দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোলাম রসুল বাবুকে এবং শনিবার ভোরে এসআই হাফিজুর রহমান অভিযান চালিয়ে পিসি ৪৫৭/৩৮০ ধারায় দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং-০৭) আসামী আবু রায়হানকে গ্রেপ্তার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামী গোলাম রসুল বাবু ও অপর ওয়ারেন্টভুক্ত আসামী আবু রায়হানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
Comments are closed.