February 14, 2025, 5:35 am
দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ একাধিক চুরি মামলার আসামী শেখ শাওন (২৪) ও আল-আমিন ওরফে রনি (২৬) নামের নিয়মিত মামলার অপর এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে দেবহাটা থানার এসআই মাহাবুর রহমান ও এসআই শোভন দাশের নের্তৃত্বে পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে শেখ শাওন আন্ত: জেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে সদরের মধুমোল্যার ডাঙ্গীর বর্তমান ভাড়াটিয়া এবং দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের শেখ সালাহউদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে দেবহাটাসহ জেলার বিভিন্ন এলাকায় দুঃসাহসিক চুরি সংঘটিত করে আসছিল সে। তার বিরুদ্ধে দেবহাটাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া অপর গ্রেফতারকৃত আল-আমিন ওরফে রনি উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের রেজাউল সরদারের ছেলে। বুধবার দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং-০২) এজাহার নামীয় আসামী তিনি। গ্রেফতার পরবর্তী ধৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
Comments are closed.