February 11, 2025, 11:58 am
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বর্ষে পদার্পন উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবে কেঁক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে এসকল কর্মসূচীর মধ্যদিয়ে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করা হয়। পত্রিকার উপজেলা প্রতিনিধি দেবহাটা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহরিয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
Comments are closed.