February 14, 2025, 4:49 am
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় সীমান্ত পাল (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রামনাথপুর গ্রামের পরিতোষ পালের ছেলে। শনিবার দুপুর দেড়টার দিকে সখিপুর টু দেবহাটা উপজেলাগামী সড়কে প্রশান্ত মাস্টারের বাড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার আগে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন তিনি। মুহুর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দিলে সীমান্ত পাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সীমান্ত পালকে মৃত ঘোষনা করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments are closed.