February 14, 2025, 5:10 am
দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলাকে যুক্ত করে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীর শাখা লাবণ্যবতীর উপর দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রীজটির সংষ্কার কাজ শুরু হয়েছে। এতে করে দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন দুই উপজেলায় যাতায়াতকারী সীমান্ত পাড়ের বাসিন্দাসহ ওই বেইলি ব্রীজ পাড়ি দিয়ে ভোমরা স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পর্যটকরা। চলতি অর্থবছরে জরাজীর্ণ ব্রীজটি মেরামতে এ প্রকল্প বরাদ্দ দেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বৃহষ্পতিবার দুপুরে ব্রীজটি পরিদর্শন ও সংষ্কার কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সংষ্কার কাজের উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য সমাজসেবক আল ফেরদাউস আলফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবিরসহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ইছামতি নদীর শাখা লাবণ্যবতীর উপর এ বেইলি ব্রীজটি নির্মাণ করা হয়। সেসময় তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ ব্রীজের উদ্বোধন করেন। নির্মান পরবর্তী দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হওয়ায় কার্যক্ষমতা কমে গেল কয়েক বছর ব্রীজচি পারাপারে তীব্র দূর্ভোগের শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। দূর্ভোগ এড়াতে ব্রীজটি সংষ্কারের উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের প্রতি খুশি ভুক্তভোগীরা।
Comments are closed.