September 10, 2024, 9:39 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন

দেবহাটায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়য়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন দেবহাটা ফুটবল মাঠে উক্ত টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, শিক্ষা অফিসার শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মুনির আহম্মেদ, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী ইন্সট্রাক্টর শহিদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী পরবর্তী বালক শিক্ষার্থীদের খেলায় কুলিয়া ইউনিয়নের বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করেন সদর ইউনিয়নের সুশীলগাতী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। অপরদিকে বালিকাদের খেলায় টাইব্রেকার কুলিয়া ইউনিয়নের পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ২-১ গোলে পরাজিত করে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা জয়লাভ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com