March 28, 2025, 10:07 am
দেবহাটা প্রতিনিধি: আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাাচিত হলে
একটি সুসংগঠিত, পরিচ্ছন্ন ও দূর্নীতিমুক্ত দেবহাটা উপজেলা
আওয়ামী লীগ গঠন করা হবে বলে জানিয়েছে সাধারন সম্পাদক পদে
প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী
কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) একান্ত
স্বাক্ষাৎকারে তিনি এ কথা বলেণ। দীর্ঘ ৭ বছর পর আগামী রবিবার (১
ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-
বার্ষিক সম্মেলন। সম্মেলনে সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা
দিয়ে ইতোমধ্যেই কাউন্সিলরসহ তৃনমুল নেতাকর্মীদের কাছে বেশ
আলোচনায় এসেছেন আলহাজ্ব রফিকুল ইসলাম। একই পদে রফিকুল ইসলামের
বিপরীতে সম্মেলনের মাঠে প্রতিদ্বন্দীতায় রয়েছেন অপর দুই হেভিওয়েট
প্রার্থী দুই মেয়াদে টানা পনের বছরের নির্বাচিত বর্তমান উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাবেক সাধারন
সম্পাদক আব্দুর রউফ। ২০১২ সালের ত্রি-বার্ষিক সম্মেলনের দীর্ঘ সাত বছর পর
আবারো সম্মেলন হতে যাওয়ায় ইতোমধ্যেই উপজেলার সর্বস্তরের
নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে সভাপতি পদের
পাশাপাশি সাধারন সম্পাদক পদে অংশ নেয়া তিন প্রার্থীকে নিয়ে
উপজেলাব্যাপী তৃনমুল নেতাকর্মী ও কাউন্সিলরদের মধ্যে চলেছে চুলচেরা
বিশ্লেষন আর আলোচনা-সমালোচনা। নেতাকর্মীদের মাঝে চলমান
আলোচনা-সমালোচনাতেও বেশ সাড়া ফেলেছেন সাধারন সম্পাদক প্রার্থী
রফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক
সাংসদ মুনসুর আহমেদের ভাগ্নে। একান্ত স্বাক্ষাৎকালে আলহাজ্ব রফিকুল
ইসলাম বলেন, কৈশর থেকেই রাজনীতিতে অংশগ্রহন আমার। ১৯৭৮ সাল
থেকে ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ি। বর্তমান জেলা
আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আমার মামা মুনসুর আহমেদের
নেতৃত্বে ১৯৮৮ সালে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমি সহ, প্রবীন
আওয়মী রাজনীতিবীদ নুরুল মমিন, এ্যাড সম গোলাম মোস্তফা, কৃষ্ণপদ
সরকার, শেখ আব্দুল বারী, আব্দুল ওহাব, গৌর ঘোষ, নিরঞ্জন বাবু, শরৎ ঘোষ,
হোসেন বিশ্বাস, আবুল কাশেম মেম্বর, শেখ আব্দুর রউফ, আব্দুল হাই
মিলিয়ে ১২-১৫ জন দেবহাটা উপজেলাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে
অক্লান্ত পরিশ্রম করি। এরপর ১৯৯২ সালে সর্বপ্রথম দেবহাটা উপজেলা
আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ্যাড. সম গোলাম
মোস্তফা সভাপতি এবং আব্দুর রউফ সাধারন সম্পাদক নির্বাচিত
Comments are closed.