February 14, 2025, 6:06 am
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক দুটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
Comments are closed.