March 27, 2025, 4:58 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক
সম্মেলনে অংশ নেয়া সভাপতি পদের তিন প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের প্রথম
পছন্দ হিসেবে উপজেলাব্যাপী আলোচনায় রয়েছেন বর্তমান দেবহাটা
উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার ও জেলা আওয়ামী
লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল
গণি। সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির বিপরীতে
প্রতিদ্বন্দীতায় থাকা অপর দুই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন
বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তবে সৎ,
যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব নির্ধারনে সভাপতি পদে তৃনমুল নেতাকর্মী এবং
কাউন্সিলরদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন আলহাজ্ব আব্দুল
গণি। ১৯৭১ সালে ঘর ছেড়ে মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনীর
বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন আলহাজ্ব আব্দুল গনি। স্বাধীনতা
পরবর্তী সরাসরি জড়িয়ে পড়েন আওয়ামী রাজনীতিতে। জনসাধারনের ভোটে
নির্বাচিত হন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুদীর্ঘ
রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব
দিয়েছেন তিনি। সর্বশেষ মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও
বানিজ্য বিষয়ক সম্পাদক। উপজেলার মুক্তিযোদ্ধাদের সমর্থন ও আস্থা অর্জনের
মধ্য দিয়ে পেয়েছেন মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডারের দায়িত্ব। ২০১৩ সালে
সহিংসতাকালীন সময়েও বিএনপি জামায়তের বিপক্ষে কঠোর অবস্থানে
থেকে নেতৃত্ব দিয়েছেন দলীয় সকল কর্মসুচীতে। ব্যাক্তিগত ও রাজনৈতিক
জীবনের অর্জিত সুখ্যাতির বহিঃপ্রকাশ হিসেবে ২০১৪ সালে উপজেলা
পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা
প্রতিকে প্রতিদ্বন্দীতায় অংশ নিয়ে বিপুল ভোটে উপজেলা পরিষদের
চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরবর্তী পাচ বছর দেবহাটা উপজেলা
পরিষদকে দুর্নীতিমুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহনের পাশাপাশি উপজেলার
সার্বিক ক্ষেত্রে উন্নয়ন সাধনের মাধ্যমে ভূয়সী প্রশংসা ও জনসমর্থনে
এগিয়ে উপজেলা রাজনীতির শীর্ষে উঠে আসেন তিনি। বিগত উপজেলা
পরিষদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের
প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আবারো বিপুল ভোটে দ্বিতীয়
মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল গনি। যদিও
Comments are closed.