February 14, 2025, 5:35 am
পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার সেকেন্দ্রা গ্রামের বর্তমান বাসিন্দা ছোটশান্তা’র মোজাম মোড়লের ছেলে লাভলু মোড়ল এবং জগন্নাথপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান। তাদের মধ্যে লাভলু মোড়ল জিআর ১৩১/১৯ মামলার আসামী এবং হাবিবুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১ ফেব্রুয়ারি দেবহাটা থানায় দায়েরকৃত মামলা (নং-০১)’র আসামী। রোববার ভোররাতে দেবহাটা থানার এসআই মাহাবুর রহমান, এসআই শফিকুল ইসলাম, এএসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।
Comments are closed.