December 10, 2023, 8:26 am

শিরোনাম:
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রেসে বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান আহ্বায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ। বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
দেশে অক্সিজেন সংকট নেই, দাবি স্বাস্থ্য অধিদফতরের

দেশে অক্সিজেন সংকট নেই, দাবি স্বাস্থ্য অধিদফতরের

সারাদেশে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর। তারা জানিয়েছে, দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি উৎপাদন হয়। এমনকি এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ রয়েছে বলেও জানানো হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোনো সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই তাদেরকে আমরা আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এর আগে গত কয়েকদিনে বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এবং বগুড়ায় করোনাভাইরাসের রোগী হাসপাতালে ভর্তি হয়েও অক্সিজেনের অভাবে মারা গেছে বলে জানিয়েছেন রোগীর আত্মীয়-স্বজন।

অক্সিজেন অভাবে মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন আসবে, সেটি হাতে পাওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়।

স্বাস্থ্য অধিদফতরের আরেক মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, দেশে এখন যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করা হচ্ছে সে অনুপাতে চাহিদা এখনো তৈরি হয়নি। সে হিসেবে বলা যাবে না যে দেশে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে।

তিনি বলেন, দেশে প্রতিদিন ১৯০ টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। কিন্তু চাহিদা তো ১৯০ টন না। আর সব রোগীর যে অক্সিজেন লাগবে সেটাও না। একটা হাসপাতালে কয়টা সিলিন্ডার এবং কয়টা সেন্ট্রাল লাইন আছে সেটা হিসেব করে যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় সেটা ভুল হবে।

অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে গরমিল রয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের সিলেন্ডারগুলো যখন যেখানে ব্যবহার হয়, সেটি আবার রিফিল করার জন্য চলে যায়। তার মধ্যে আবার কিছু সংখ্যক রিজার্ভ হিসেবে জমা থাকে এবং যখন যেখানে প্রয়োজন সেটি দ্রুত সরবরাহ করা হয়। কাজেই অক্সিজেন সিলিন্ডারের যে সংখ্যাটি আছে সেটি মাঝে মধ্যে বেড়ে যায় এবং কমে যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, গত কয়েকদিনে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে। কারণ দেশে অক্সিজেনের চাহিদাও বেড়েছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited