September 13, 2024, 2:20 am
একদিকে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে অন্য দিকে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনে দেশে ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জনই রাজধানী ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের সরকারি–বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১২০ জন। আর ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে সর্বমোট ১১৭ জন। অর্থাৎ তিনজন রোগী ভর্তি রয়েছেন ঢাকার বাইরে। গত ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৫০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩৮৪ জন।
ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, চলতি বছর রাজধানীসহ সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার জন্ম হচ্ছে। এই এডিস মশার কামড়ে ডেঙ্গু হচ্ছে। এ জন্য এ সময় অফিস, বাসাবাড়ি, কিংবা খোলা মাঠে যাতে স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে নাগরিকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে।
Comments are closed.