December 11, 2023, 10:19 pm
এসএম আশরাফুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত ১৬ জুন তিনি অসুস্থবোধ করলে ১৭ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন এবং ১৮ জুন প্রাপ্ত ফলাফলে তিনি করোনা শনাক্ত হয়। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দিলে ১৭ জুন নমুনা পরীক্ষা জন্য দেওয়া হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এখনও পর্যন্ত জ্বর ও মাথা ব্যথা রয়েছে। বর্তমানে ডা. মানস কুমারের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
Comments are closed.