September 7, 2024, 11:07 am
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাথযাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে চারটায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মন্দির সমিতির সহ সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহসভাপতি বিএনপি নেতা অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, ইস্কন মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারি, প্রাণনাথ দাস, বিকাশ দাস, আনন্দ মোহর সরকার, নিত্যানন্দ আমিন, পলাশ দেবনাথ, রণজিৎ সরকার, সুজন সরকার প্রমুখ।
Comments are closed.