September 7, 2024, 12:15 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ধানদিয়ায় সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

ধানদিয়ায় সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

তালা উপজেলার ধানদিয়া কাটাখালি বাজার থেকে গ্রামে যাওযা পথ দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিন যেয়ে দেখা যায় বহূতল দোকানঘরের দক্ষিণ পাশের দুটি পিলার সরকারি রাস্তার উপরে তুলে দেওয়া হয়েছে। সরকারি রাস্তায় তুলে দেওয়া পিলার দুটির কারনে সাধারণ মানুষ ও গাড়ি যাতায়াতের ব্যাপক প্রতিবন্ধিকতা সৃষ্টি হচ্ছে। রাস্তার ধার দখল করে দোকান নির্মাণ করায় রাস্তার উপরে বসে রাজ মিস্ত্রদের কাজ করতে হচ্ছে, ফলে সাধারণ পথচারীসহ মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতেরও অসুবিধা হচ্ছে। তালার ধানদিয়া কাটাখালি-গ্রামের মৃত মোজাম্মেল হক’র ছেলে আক্তারুজ্জামান এর সাথে রাস্তারধার দখল করে দোকান নির্মাণের কথা জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কে পাঠিয়েছে, তাকে ডাকেন এবং বলতে থাকেন কার বুকের পাটা আছে আমার কাজ বন্ধ করার।

আক্তারুজ্জামানের দাম্ভিকতা দেখে হতাশ খোদ গণমাধ্যমকর্মীরা। অপরদিকে তার ভাই রোকনুজ্জামান বলেন, দক্ষিণ পাশের দুটি পিলার রাস্তার পরে আসতে পারে, আমি ভাইকে বলেছি পিলার দুটি সরিয়ে নিতে। এলাকার সাধারণ মানুষ আক্তারুজ্জামানের দোকান নির্মাণে রাস্তার ধার দখল করায় নানা আলোচনা করলেও সম্মুখে কথা বলতে ভয় পায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি আপেক্ষ করে বলেন, রাস্তার পাশ দখল করে পিলার তুললে আমাদের যাতায়াতের অসুবিধা হবে ঠিকই কিন্তু কি বলব বলেন, কিছুই বলার নেই। সরকারি সম্পদ দেখভালের কাজে নিয়োজিত ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন এসব বিষয় আমলে নিতে চাই না। ফলে প্রভাবশালীরা দেদারচ্ছে এসব কাজ করে যাচ্ছন। স্থানীয় সুশীল সমাজ সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com